September 29, 2020, 11:23 pm

#

আজ সেই ৩০ ডিসেম্বর যে দিন মৃত মানুষ ভোট দিতে এসেছিলেন!

সংগ্রাম ডেস্ক: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, আজকের এই দিনে বাংলাদেশ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই দিনে শত শত মৃত মানুষ সাধারন নির্বাচনে ভোট দিতে এসেছিলেন! এই খবর শুনে মৃত ব্যাক্তিদের সাথে দেখা করতে যান তাদের আত্নীয় স্বজন কিন্তু দূভাগ্যবশত কেউ ই দেখা করতে পারলেন না। অনেক আশা নিয়ে ভোট সেন্টার যান কেউ কেউ তাদের মৃত মা, বাবা, ভাই বোন আত্নীয়দের দেখবেন বলে কিন্তু ভোট সেন্টাররের দায়িত্বরত রিটারনিং অফিসার জানান তারা একটু আগেই ভোট দিয়ে ফিরে গেছেন! মৃত ভোটারের অনেকেই ৫/৭/১০ আবার ১৫ বছর আগেই মারা গেছেন তাই তাদের দেখার আগ্রহ টা তাদের স্বজনদের একটু বেশিই ছিলো।

পরে এই বিষয়ের সত্যতা জানতে খুঁজ খবর নিয়ে জানা যায় তাদের ভোট আগেই ছাএলীগ দিয়ে দিয়েছে এবং মৃত ব্যাক্তি কেউ ই ফিরে আসেন নাই। 

Collected by Fb- sheikh sadek Ahmed

#

     আরো পড়ুন: