June 19, 2021, 3:27 pm

#

দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক প্রকাশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বুধবার (৫ মে) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দিলদার হোসেন সেলিমের চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দিলদার হোসেন সেলিম একজন গুণী রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ছিলেন , তিনি সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

 

নেতৃবৃন্দ বলেন ‘তাঁর (দিলদার হোসেন সেলিম) এই চলে যাওয়ায় আমরা শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

     আরো পড়ুন: