January 18, 2021, 1:46 pm

#

সাংবাদিক ইলিয়াস হুসেনের উপর হামলা করতে এসে জনতার ধাওয়া খেয়ে পালালো USA যুবলীগ (ভিডিও)

আমেরিকার জেকসন হেইট এ ২১ টিভির সাবেক সাংবাদিক ও ১৫ মিনিট Youtube Channel এ সত্ত্বাধিকারী ইলিয়াস হুসেন এর উপর আক্রমন করতে আসে যুক্তরাষ্ট্র যুবলীগ,এ সময় ইলিয়াস হোসেন একাই তাদের প্রতিরোধ গড়ে তুলেন। এ সময় স্হানীয় বাংলাদেশিরা ইলিয়াস হুসেনের সাথে যোগ দিলে যুবলীগ পালিয়ে যায়। খবর নিয়ে জানা যায় সাম্প্রতিক মেজর সিনহা হত্যা কান্ড নিয়ে সোশাল মিডিয়ায় সোচছার ভুমিকা পালন করছেন ইলিয়াস হোসেন, সে কারনে তার উপর এই হামলা চালানো হয়েছে।

#

     আরো পড়ুন: