” আবাল বৃদ্ধ পতিতা “

দেওয়ান মুকাদ্দিন চৌধুরী নিয়াজ। যুক্তরাজ্য যুবদলের ২ বারের আহ্বায়ক। সম্প্রতি উনার একটি ফেসবুক স্টেটাস কে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা এবং তার সূত্রপাত হয় বিএনপি’র সুবর্ণ জয়ন্তী যুক্তরাজ্য কমিটিকে ঘিরে। ২৬৯ জনের কমিটিতে স্থান পেয়েছেন রাজনৈতিক ভাবে অনেক পরিচিত অপরিচিত লোক কিন্তু বেশির ভাগ লুক দেখা যাচ্ছে শুভেচ্ছা না জানিয়ে একটি বিশেষ শব্দ নিয়ে মেতে উঠেছেন সমালোচনায়! অনেক জুনিয়র নেতাদের মধ্যে এই শব্দটি শুনা গেলে ও এখন সিনিয়র নেতারা ও এই শব্দটি ব্যবহার করতে শুনা যাচ্ছে। কি আছে সেই স্টেটাস এ দেখুন-

এখানে নিয়াজ চৌধুরী’র স্টেটাস টি হুবুহু তুলে ধরা হলো–  ছাত্রজীবনে অনেক দীর্ঘ একটা শব্দ শিখেছিলাম ” আবাল বৃদ্ধ বণিতা “। যুক্তরাজ্যে রাজনীতি করে নতুন আরেকটা শব্দের সাথে পরিচিত হলাম ” আবাল বৃদ্ধ পতিতা “।
ফ্যাক্ট ঃ স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন কমিটি।

আরো পড়ুন