আমরা বিশ্বাস করি তিনি আগামী বাংলাদেশের কান্ডারী |

Dr. Asif Nazrul সাহেব, তারেক রহমানকে নিয়ে ইন্টারেস্ট দেখে ভালো লাগলো | তবে তার নেতৃত্ব নিয়ে আমরা যারা দেশের জন্য রাজনীতি করি তাদের কোন প্রশ্ন বা দোদুল্যপরায়ণতা নাই |
তবে যারা ক্ষমতাসীন দল হিসেবে ‘বিএনপি’কে ভালোবাসে, তাদের বিভিন্ন রকমের উল্টাপাল্টা প্রশ্ন থাকবে সেটা স্বাভাবিক | আর যদি আওয়ামীলীগ ও ভারতের সেবাদাস হয়ে থাকে,তাহলে তো চুলকানি থাকবে, সেটা আরো স্বাভাবিক |
তারেক রহমান প্রচার বিমুখ মানুষ | উনি অন্য নেতাদের মত অপ্রয়োজনীয় বেশি কথা বলেনও না, নিজের ঢোল নিজে পিটিয়ে বেড়ান না, নিজের খোমাও টিভিতে প্রচার করে বেড়ান না | উনি কি করেন বা কি করেন না,সেটা মাইক নিয়ে সবসময় সবাইকে বলে বেড়াতে হবেনা |
উনি নিজেকে বাংলাদেশের একজন সাধারণ সন্তান হিসেবে রিপ্রেজেন্ট করেন | আমার স্টেটমেন্ট যদি আপনার কাছে তেলবাজি মনে হয় বা বিশ্বাস না হয়, তবে তারেক রহমানের সাথে এক ঘন্টা সময় একান্তে গল্প করে চা খেয়ে যান, এই লন্ডনে তো আপনার প্রায়শই আসা যাওয়া, কঠিন কিছু না সেটা |
আমরা জানি বা বুঝি, হটাৎ করে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে এত এত আলোচনা কেন ? আমাদের বুঝতে অসুবিধা হয়না, বিএনপিকে ধ্বংস করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ সুসংহত করতেই হটাৎ করে এত এত উদ্ভট ও অযৌক্তিক প্রশ্ন, যাতে বিএনপিতে ভাঙ্গনটা সহজতর হয় | আর বিএনপির তৃণমূলে তারেক রহমানের জনপ্রিয়তা ও সুসংগঠিত নেতৃত্ব বিএনপি ভাঙ্গনের জন্য ভারতীয়দের জন্য সবচেয়ে বড় বাঁধা | সেই বাঁধাকে দূর করতেই এবং বিএনপির মাঝে আস্থাহীনতা তৈরী করতেই হটাৎ তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নয়া নয়া প্রশ্ন-স্টেইটমেন্ট আসছে বিভিন্ন ফোরামে |
ক্লিয়ার করে মেনশন করে দিতে চাই, এটা এত সহজ না | আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশের ও বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি, বিএনপি করি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগকে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের মুক্তির সোপান মনে করি, আমরা তারা তারেক রহমান নামক সরল মনের, মানুষকে সহজে বিশ্বাস করা, মানুষকে শ্রদ্ধা করা মানুষটাকে চিনি এবং তারেক রহমান আমাদের অনুপ্রেরণার নাম |
তিনি সেই নেতা যিনি অর্ডার করেন না “এটা করো”, তিনি এমন নেতা যিনি বলেন “আসো একসাথে করি” |
রাজ্ হাসান
সহ সাংঙ্কৃতিক সম্পাদক
যুক্তরাজ্য বিএনপি।
আরো পড়ুন