শিক্ষা ব্যবস্থাটাকেই এখন আইসিইউতে নিয়ে যাওয়া হলো।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম সিদ্দিকী বলেন, গত জানুয়ারিতে কলেজগুলোতে এইচএসসির টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে এই টেস্ট পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল বিবেচনা করা যেতে পারে। তাহলে দেশে-বিদেশে এই ফলাফল স্বীকৃতি পেতেও কোনো সমস্যা হবে না। এদিকে করোনা মহামারীতে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন,  জীবনের নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো কোনো সিদ্ধান্ত হতে পারে না। করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ও পরীক্ষা না নেওয়ার দাবি জানান তিনি। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থী আঁখি খাতুন বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে তুলনামূলক ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরীক্ষা না নিয়ে মূল্যায়নের সিদ্ধান্তে আমি ক্ষতিগ্রস্ত হলাম। স্বল্প পরিসরে অথবা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে পারত সরকার। এর ফলে পরীক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা  যেত।

দিনাজপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শামসুন্নাহার কলি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানাই। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করলেও পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংশয় থেকেই যায়। তাই সরকার যে সুচিন্তিত সিদ্ধান্ত দিয়েছে তাতে পুরো দেশবাসী নিরাপদে থাকবে বলে মনে করি।

আরো পড়ুন