সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় প্রাণহানি

সিলেটে প্রতিদিনই করোনায় আক্রান্তের পাশাপাশি প্রাণহানি বাড়ছে। গত ২দিনে সিলেটে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০২ জন।

যার মধ্যে ১৭৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৭৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৩০২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮২ জন, সুনামগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ২১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারে আরও ২ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ১৮ জন।

বিডি প্রতিদিন/আরাফাত

আরো পড়ুন