সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে তারেক রহমান’র বিরুদ্ধে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন এক যুক্তরাজ্যপ্রবাসী। আজ সোমবার সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দেওয়ায় তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মইনুল ইসলাম (৪৭)।
মামলার বাদী পক্ষের আইনজীবী আখতারুজ্জামান আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাদী ডিজিটাল মাধ্যমে তারেক রহমানের বক্তব্য শুনে ও দেখে সংক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’
মামলার বরাতে আইনজীবী জানান, বাদী যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি এবং তিনি গত ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ পৌর শহরে অবস্থানের সময় ইউটিউবে একই সালের ১৬ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা জুম মিটিংয়ের একটি ভিডিও দেখতে পান, যেখানে তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষণা হিসেবে দাবি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে এ মামলাটি দায়ের করা হয়েছে

আরো পড়ুন